Hpc এবং Hpc Ds injection 



আসসালামু আলাইকুম, প্রিয় ভিওয়ারস আশা করি সকলেই ভালো আছেন।
আজকের আলোচনার বিষয় হলো একটি হরমোনাল ঔষধ। ঔষধ টির নাম হলো Hpc এবং Hpc ds injection. এখানে  Hpc and hpc ds সম্পর্কে যে যে বিষয় গুলো আলোচনা করা হবে তা হলো


১।ঔষধ টির পরিচিতি 

২। Hpc injection কেন দেওয়া হয়? 

৩। Hpc এবং Hpc ds এর মধ্যে পার্থক্য কি

৪। Hpc Ds injection এর দাম কতো?

৫। Hpc injection কতোদিন দিতে হয়?

৬। Hpc injection কোথায় দিতে হয়?

৭। Hpc injection কিভাবে দিতে হয়?

১। ঔষধ টির পরিচিতি  


Hpc injection টি মুলত একটি হরমোনাল ঔষধ যা কেবলমাত্র ইনজেকশন ফর্মেই পাওয়া যায়। এই ঔষধ টি প্রডাকশন ও বাজারজাত করে থাকে পপুলার ফার্মাসিটিউক্যালস লিঃ।
ঔষধ টির দুইটি স্ট্রেন্থ আছে যা Hpc এবং Hpc Ds নামে আছে।
Generic Name হলো Hydroxyprogesterone Caproate.
 


২। Hpc injection কেন দেওয়া হয়?
 


Hpc এবং  Hpc ds injection টি দেওয়া গর্ভপাত নিরুদ করার জন্য। যে সকল মহিলাদের অতিতে গর্ভপাত বা সন্তান নষ্ট হয়ে যাওয়ার ইতিহাস আছে সাধারণত তাদের গর্ভ অবস্থায় ডাক্তার এই ইনজেকশন টি দিয়ে থাকেন। যাদের প্রিমেচিউর(৩৭ সপ্তাহের আগেই বেবি হয়ে যাওয়া) বেবি হয়ে যায় তাদের কেউ ডাক্তার এই ইনজেকশন দিতে বলে থাকেন।


আপনি এই ভিডিও থেকেও Hpc &Hpc ds সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 




৩। Hpc এবং Hpc Ds এর পার্থক্য কি?


এ পর্যায়ে আলোচনায় থাকছে hpc এবং hpc ds এর মধ্যে পার্থক্য। আমরা অনেকেই এই বিষয় টি আসলে কি?  
DS এর মানে হচ্ছে Dibble strength.  এটা শুধু এই ইনজেকশনের ক্ষেত্রে না যে কোন মেডিসিনের ক্ষেত্রে একি বিষয়। অর্থাৎ  Hpc এর স্ট্রেন্থ হলো ২৫০ মিঃ গ্রাঃ এবং Hpc ds এর স্ট্রেন্থ হলো ৫০০ মিঃগ্রাঃ। যে কোন মেডিসিনেই ds বলতে আমরা ডাবল কে বুঝি।


৪। Hpc এবং Hpc ds injection এর দাম কতো?
 


এই ইনজেকশন টির দুইটি স্ট্রেন্থ বাজারে পাওয়া যায় তা হলো Hpc 250 mg এবং  Hpc ds, নিচে এর দাম দেওয়া হলো 

Hpc Injection =400 taka/ pcs
Hpc Ds =750 taka/pcs.



৫। Hpc injection কতোদিন দিতে হয়? 


Hpc and Hpc ds  injection টি দেওয়া হয় গর্ভপাত বন্ধ করার জন্য যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের বাচ্চা যাকে নষ্ট না হয় মুলত এই জন্যই এই ইনজেকশন টি দেয়া হয়।এই চিকিৎসা টি কখনোই নিজের মতে নেওয়া যাবেনা অবশ্যই একজন ডাক্তারের তত্বাবদানর নিতে হবে।ডাক্তার যে ডোজ নির্দারন করে দিবে সেই ডোজ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমরা যতোটুকু জানতে পেরেছি এই ইনজেকশন টির ডোজ অনেকদিন পর্যন্ত নিতে হয়। যতোদিন বাচ্চা ডেলিভারি না হয় ততোদিন ইনজেকশন চালিয়ে যেতে হয়। কারো ক্ষেত্রে সপ্তাহে ১ টি করে আবার কারো ক্ষেত্রে সপ্তাহে ২ টি করে, ডাক্তার যে ভাবে বলবে ঠিক সেই ভাবে নিতে হবে।


৬। hpc njection কোথায় দিতে হয়?


এটি একটি ইন্ট্রা মাসকোলার (im) ইনজেকশন সুতরাং এই ইনজেকশন টি মাংসে দিতে হয়। শরীরে যেখানে মাংসপেশি আছে হাতে কমরের নিচে এই সব জায়গায় এই ইনজেকশন টি নিতে হয়।


৭। Hpc injection কিভাবে দিতে হয়?

Hpc injection টি দেওয়ার পূর্বে শরীরের যেখানে দেওয়া হবে সেই স্থান টি পরিস্কার করে নিতে হবে তার পর আস্তে আস্তে পুষ করতে হবে। ইনজেকশন টি যেহেতু তিলাক্ত তাই কমপক্ষে ১ মিনিট বা তার বেশি সময় ধরে দিতে হবে।


সাবধানতা 


যে কোন ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ক্রয় করার সময় বক্সের গায়ে লেকা এক্সপাইরি ডেড দেখে কিনুন



রিলেটেড মেডিসিন

Ubicare capsule 




Post a Comment

নবীনতর পূর্বতন
l