Ubicare capsule
আসসালামু আলাইকুম, প্রিয় ভিওয়ারস সারাবিশ্বে হাজার হাজার বিবাহিত দম্পতি আছে যারা বন্ধাত্ব জনিতো সমস্যার কারনে সন্তান জন্ম দিতে পারছেনা। নারী এবং পুরুষ দুজনেই এই রোগের শিকার হয়ে থাকে, এটি তাদের কাছে খুবই জটিল একটি রোগ যারা দীর্ঘদিন বিবাহিত জীবনযাপন করার পরেও বাবা মা হতে পরছেনা।প্রতিনিয়ত এই রোগের চিকিৎসা নিয়ে গবেষণা চলছে অনেক নতুন নতুন ঔষধ ও আবিষ্কার হয়েছে। এ পর্যন্ত বন্ধাত্বের চিকিৎসার জন্য যতো গুলো ঔষধ আবিষ্কার হয়েছে তার মধ্য অন্যতম হলো Ubicare capsule, যা উতপাদন করেছে পপুলার ফার্মাসিটিউক্যালস লিঃ। আজকে আমার এই Ubicare capsule সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।
আজকে আমরা যা যা জানবো তা হলো
১। Ubicare capsule কি রোগের কাজ করে?
২। Ubicare capsule কে কে খেতে পারবে?
৩। Ubicare capsule খাওয়ার নিয়ম বা ডোজ।
৪। Ubicare capsule কি কি পাওয়ার এর হয় এবং দাম কতো করে?
১। Ubicare capsule কি কি রোগের কাজ করে?
Ubicare capsule মানবদেহের জন্য একটি এন্টি এক্সিডেন্ট হিসেবেও বলা যেতে পারে কারন এটি মানবদেহের অসংখ্য রোগের বিরুদ্ধে কাজ ারে থাকে। যেমন কো- এনজাইম কিউ ১০ এর ঘাটতি জনিত কারনে ডাক্তার এই ঔষধ টি রোগে কে দিয়ে থাকেন। এছাড়াও মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে যারা সাফার করছে তাদের জন্যও ইউবিকেয়ার ক্যাপসুল টি নির্দেশিত বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নারী এবং পুরুষের বন্ধ্যাত্ব জনি রোগের চিকিৎসায় ও এইমেডিসিনটি নির্দেশিত, নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণুর সল্পতা এবং ডিম্বাণুর অপরিপক্কতার চিকিৎসায় এই ঔষধ টি ব্যবহার করা হয়ে থাকে। মহিলাদেন অভারিতে সিস্ট হয় যাকে পলিসিস্টিক অভারিয়ান বলা হয়ে থাকে এর চিকিৎসায় ইউবিকেয়ার নির্দেশিত। শুধু এখানেই শেষ নয়, এমন অনেক পুরুষ আছে যারা বন্ধ্যাত্ব জনিত কারণে বাবা হতে পারেন না তাদের জন্যও ডাক্তার এই ঔষধ টি দিয় থাকেন। এগুলোই মুলতে ইউবিকেয়ার এর মূল কাজ।
এছাড়াও মানবদেহের আরো জটিল অনেক রোগের চিকিৎসা Ubicare capsule মেজিক এর মতো কাজ করে।যেমন
স্নায়ুতন্ত্রের জটিলতা, মাইগ্রেনের সমস্যা, হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতা,যেমন উচ্চ রক্তচাপ, বুকের ব্যাথা,পেশির জটিলতা,দাঁতের মারি মজবুত করা,
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা,শারীরিক দূর্বলতা দূর করা সহ মানবদেহের অসংখ্য রোগের বিরুদ্ধে কাজ করে থাকে Ubicare capsule.
আপনি আরো ভালোভাবে বুঝতে নিচের ভিডিও টি দেখতে পারে
২। Ubicare capsule কে কে খেতে পারবে?
উপরে উল্লেখিত রোগ গুলো যাদের আছে তারা প্রত্যেকেই Ubicare capsule খেতে পারবে। এই ক্যাপসুল নারী এবং পুরুষ উভয়েই খেতে পারে তবে যে সকল রোগে এই ঔষধ টি নির্দেশিত তা আপনারা ইতোমধ্যে জেনেছেন। নিশ্চয়ই বুঝতে পারছে প্রত্যেক টি রোগই অত্যন্ত বিপদজনক তাই Ubicare capsule সেবন করার পূর্বে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে তার পর সেবন করবেন।
৩। Ubicare capsule খাওয়ার নিয়ম বা ডোজ কি?
প্রত্যেকটি ঔষধের ই একটি নির্দিষ্ট ডোজ থাকে কিন্তু সেই ডোজ কম/ বেশী হয় রোগী এবং রোগের উপর নির্বর করে। আর এই ডোজ নির্ধারণ করবে ডাক্তার কারন ডাক্তার সরাসরি রোগীর হিস্টোরি শুনে রোগীর অবস্থা বুঝে। তাই ডাক্তার যে ডোজ নির্ধারণ করে দিবে অবশ্যই সেই ডোজই ঔষধ টি সেবন করতে হবে।
তার পরেও আমরা যতোটুকু জানতে পেরেছি ইউবিকেয়ারের একচুয়াল ডোজ হলো।
# ইনফারটিলিটি বা বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রতিদিন ১৮০ থেকে ৩০০ মি.গ্রা.. তিনবারে ভাগ করে খেতে হবে
# মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রতিদিন ১৫০ থেকে ১৬০ মি.গ্রা. করে।
# হার্ট ফেইলর এর ক্ষেত্রে ( বড়দের জন্য) ১০০ মি.গ্রা. দিনে ২/৩ বারে ভাগ করে খেতে হবে।
# মায়োকার্ডিয়াল ইনফার্কসন এর ক্ষেত্রে ১২০ মি.গ্রা.. দিনে ২ বার ভাগ করে খেতে হবে।
# উচ্চ রক্তচাপের জন্য ১২০ থেকে ২০০ মি.গ্রা. দিনে ২/৩ বারে ভাগ করে খেতে হবে।
৪। Ubicare capsule কি কি পাওয়ার হয় এবং দাম কতো
Ubicare capsule বাজারে মোট চারটি স্ট্রেন্থ এ পাওয়া যায় নিচে দামসহ দেওয়া হলো
Ubicare 60 mg capsule = 19 taka/pcs.
Ubicare 100 mg capsule = 40 taka/pcs.
Ubicare 150 mg capsule = 60 taka/pcs.
Ubicare 200 mg capsule = 75 taka/pcs.
ইউবিকেয়ার সম্পর্কে আপনাদের যে কোন প্রশ্ন থাকলে আমাদের কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করা জন্য এখানে ক্লিক করুন।
সতর্কতা
যে কোন মেডিসিন ক্রয় করার পূর্বে গায়ে লেকা এক্সপাইরি ডেড দেখে কিনুন এবং যে কোন ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন
নিচে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো
Ubicare capsule কে কে খেতে পারবে?উত্তরঃ নারী পুরুষ উভয়েই খেতে পারবে।