Zimax 500 mg Bangla | Zimax 500 mg price in Bangladesh | Zimax 500 কেন খায়
হায় ভিওয়ারস, আশা করি সকলেই ভালো আছেন, আজকে যে মেডিসিন টি নিয়ে আর্টিকেল টি সাজানো হয়েছে, মেডিসিন টির বানিজ্যিক নাম হলো Zimax, Generic নাম হলো Azithrimycin, এটি macrolite group এর একটি এন্টিবায়োটিক।
এখানে আপনি Zimax সম্পর্কে যে তথ্য গুলো জানতে পারবেন তা নিম্নরূপঃ
১। ঔষধ টির পরিচিতি
২। Zimax tablet কি রোগের কাজ করে
৩। Zimax খাওয়ার নিয়ম কি
৪। Zimax tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া, ইত্যাদি
১। ঔষধ টির পরিচিতি
# বানিজ্যিক নাম = Zimax
# Generic নাম = Azithrimycin
# প্রস্তুতকারক কোম্পানি = স্কয়ার ফার্মাঃ
# গ্রুপের নাম = macrolide
২। Zimax tablet কি রোগের কাজ করে
Zimax tablet একটি এন্টিবায়োটিক যা শুধু মাত্র ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এটি কখনো বাইরাসের বিরুদ্ধে কাজ করেনা। যদি আপনি ব্যাক্টেরি জনিত কোন রোগ বা ইনফেকশনের শিকার হন তাহলে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এই ধরনের ঔষধ গুলো সেবন করতে পারবেন। কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। যে ধরনের ব্যাক্টেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে zimax কাজ করে তা হলোঃ
# CAP বা Community aquired pneumonia অর্থাৎ নিউমোনিয়ার চিকিৎসা ক্ষেত্রে এই এন্টিবায়োটিক টি ব্যবহার করা যাবে।
# PID বা Pelvic inflammatory disease অর্থাৎ যাদের Cervix, uterus, fallopian tube & ovary তে Inflammation হবে তাদের ক্ষেত্রেও Zimax বা Azithrimycin ব্যবহার করা যাবে।
# RTIS বা Respiratory tract infection, অর্থাৎ যাদের শ্বাস তন্ত্রে ইনফেকশন হবে তাদেরকেও এই এন্টিবায়োটিক দেওয়া যাবে।
# SSTI বা skin & soft tissue infection অর্থাৎ Boils, cellulitis,dermatitis সহ যে কোন ধরনের স্কিন ইনফেকশনের চিকিৎসায় এই এন্টিবায়োটিক টি ব্যবহার করা যায়।
এ ছাড়াও টাইফয়েডে এবং ডায়রিয়ার চিকিৎসায় zimax বা Azithrimycin একটি বিশ্বস্ত মেডিসিন।
আপনি যাতে আরো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য নিচে এই ভিডিও টি দেওয়া হল
