Vonomax 10 & 20 mg tablet 



আসসালামু আলাইকুম, 

প্রিয় ভিওয়ারস আজকে এখানে যে মেডিসিন টি নিয়ে আলোচনা করবো এটি একটি এন্টি-আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ঔষধ হিসেবে পরিচিত। গ্যাস্ট্রিকের ঔষধ প্রায় সকলেরই প্রয়োজন হয় তাই যেনে রাখা ভালো যে কোন ঔষধ টি কেমন কাজ করে। আজকে আমি বিশ্বে সবচেয়ে আধুনিক এবং আপডেট একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো যা বাংলাদেশ প্রথম এসেছে। যেহেতু ঔষধ টি একেবারেই নতুন তাই সেবন করার পূর্বে ভালোভাবে যেনে নেওয়া উচিত।


আজকে ভনোম্যাক্স নিয়ে যে বিষয়ে আলোচনা হবে তা নিম্নরূপ 


# এসিডিটি কেন বাড়ে 

# ঔষধ টির পরিচয় 

# কি কি রোগের কাজ করে
# কিভাবে কাজ করে 
# কে কে ঔষধ টি খেতে পারবে
# কে কে খেতে পারবে না

# ভনোম্যাক্স কেন পি পি আই থেকে ভালো।


# এসিডিটি কেন বাড়ে 

আমারা প্রতিদিন যে খাবার গ্রহন করি তা ডাইজেস্ট হওয়ার জন্য হাইড্রোক্লোরিক এসিড প্রয়োজন।তবে যখন এটার পরিমান বেশী হয়ে যায় তখন তাকে হাইপার এসিডিটি বলে যার কারনে পেটে ব্যাথা,বুক জ্বালাপোড়া, ঢেকুর আসা,অনেক সময় বমি হওয়ার মতো ঘটনাও ঘটে থাকে।
আর এই এলসিডি বাড়ার অন্যতম কারণ হলো আমাদের খাদ্য অব্বাস।অনিয়মিত খাবার গ্রহন,ভাজাপোড়া বেশী খাওয়া,তেল যুক্ত খাবার বেশী খাওয়া ইত্যাদি কারনে হাইপার এসিডিটি হয়ে থাকে।




# ঔষধ টির পরিচয় 

নাম = Vonomax (ভনোম্যাক্স) 
জেনেরিক নাম = Vonoprazone(ভনোপ্রাজন)
কোম্পানির নাম = পপুলার ফার্মা 
স্ট্রেন্থ = ১০ মিলি এবং ২০ মিল গ্রাম ট্যাবলেট
মূল্য = ১০ মিলি ৭ টাকা এবং  ২০ মিলি ১০ টাকা প্রতি ট্যাবলেট।


# কি কি রোগের কাজ করে  

ভনোম্যাক্স( Vonomax) এটি একটি এন্টি আলসারেন্ট, এর মূলত কাজ হলো পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড তৈরী হওয়া কে কন্ট্রোল করা।

এসিড প্রডাকশন বেশি হওয়ার কারনে যে সকল সমস্যা গুলো দেখা যায় ভনোম্যাক্স মূলত তার বিরুদ্ধে কাজ করে যেমন 


গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ
পাকস্থলীর আলসার 
ডিওডেনাল আলসার
পেপটিক আলসার
হার্ট বার্ন ইত্যাদি 


ভনোম্যাক্স কিভাবে কাজ করে 

ভনোম্যাক্স পাকস্থলীতে থাকা পেরাইটাল সেল এর H+k+atpse এনজাইমের পটাসিয়াম বাইন্ডিং ছাইটে কমপিটেটিভলি বাইন্ড করে এসিড প্রডাকশন কে নিয়ন্ত্রণ করে।এটা একটিভ এবং রেস্টিং উভয় ধরনের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএজ এনজাইম কে ব্লক করে।


কে কে ঔষধ টি খেতে পারবে এবং পারবেনা

যেহেতু৷ ঔষধ টি একদম ই নতুন একটি মলিকোল তাই এটি নিয়ে বিশ্বে প্রচুর পরিমানে গবেষণা চলছে।এখনো অনেক তথ্যই অজানা। তাই যতোক্ষণ সকল তথ্য উদঘাটন না হয় ততক্ষণ ঔষধ টি সেবনে অনেক কিছুই বিবেচনা করতে হবে। যেমন এখনো পর্যন্ত এই ঔষধ টির গর্ভবতী মহিলাদের খাওয়ার ব্যপারে তেমন কোন তথ্য পাওয়া যায়নি তাই আপাতত গর্ভবতী মহিলারা এই ঔষধ টি খেতে পারবেনা। আবার যখন ডাটা পাওয়া যাবে তখন যদি নিরাপদ হয় তাহলে খেতে পারবে।
এছাড়া যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ব্যাপারেও এখনো কোন তথ্য পাওয়া যায়নি যদি তাদের জন্য ঔষধ টি নিরাপদ এমন কোন তথ্য পাওয়া যায় তখন তাদের কেও ঔষধ টি দেওয়া যাবে।



ভনোম্যাক্স কেন পি পি আই থেকে ভালো 

ভনোম্যক্স বা ভনোপ্রাজন একদম ই লেটেস্ট একটি ঔষধ এর মধ্যে অনেক গুলো গুন-গুন আছে যা এটি কে পি পি আই থেকে আলাদা করেছে। 
যে বিষয় গুলো ভনোম্যাক্স কে পি পি আই থেকে আলাদা করেছে তার মধ্যে অন্নতম হলো এটি রিভার্সিবল। অর্থাৎ ভনোম্যাক্স খেলে যখন পাকস্থলীতে এসেডিটি বেশী হয়ে যাবে তখন এটি পটাশিয়াম চ্যানেল কে ব্লক করে এসিড প্রডাকশন বন্ধ করবে। আবার যখন পাকস্থলীতে এসিড কমে যাবে বা এসিড প্রয়োজন হবে তখন এটি পটাশিয়াম চ্যানেল কে আনব্লক করে এসিড প্রডাকশন হতে সহযোগিতা করবে।
এছাড়াও পি পিআই এর তুলনায় এর হাফ লাইফ প্রায় চার গুণ বেশি হওয়ায় ভনোম্যাক্স অনেক বেশি সময় ধরে কাজ করে তাই ভনোম্যাক্স ২০ এর একটি ডোজেই ২৪ ঘন্টা এসিড প্রডাকশন কে নিয়ন্ত্রণ করতে পারে।


FAQ

প্রশ্ন:- Vonomax  tablet এর দাম কতো
উঃ- ১০ মিলি=৭ টাকা এবং ২০ মিল =১০ টাকা প্রতি ট্যাবলেট।
প্রশ্ন:- Vonomax কতো দিন খাওয়া যায়
উঃ- একটানা ৩ বছর পর্যন্ত খাওয়া যায়
প্র:- গর্ভবতী মহিলারা ভনোম্যাক্স খেতে পারবে কি?
উঃ- এখনো তথ্য পাওয়া যায়নি 


আপনার প্রয়োজনিয় তথ্য গুলো এখানে দেখুন 


দীর্ঘসময় যৌনমিলন করার ঔষধ 


যাদের বাচ্চা হয়না তাদের জন্য 


পুরুষের ধ্বযবঙ্গ রোগের ঔষধ 


যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্য 





Post a Comment

নবীনতর পূর্বতন
l